রংপুরে সালিশ বৈঠকে কৃষককে পিটিয়ে হত্যা

রংপুরের পীরগাছা উপজেলায় জমির বিরোধের জেরে সালিশি বৈঠকের সময় এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2021, 03:38 PM
Updated : 29 Jan 2021, 03:38 PM

নিহত আব্দুল কাদের প্রামানিক (৬৫) উপজেলার গাবুড়া গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।

ওই এলাকার নেছাব উদ্দিন বাজারে শুক্রবার বিকালে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছেন পীরগাছা থানার পরিদর্শক দেবাশীষ কুমার রায়।

স্থানীয়রা জানান, গাবুড়া গ্রামের গফুর বাদশার সঙ্গে একই গ্রামের বকুল মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ ঘটনায় গাবুড়ার নেছাব উদ্দিন বাজারে দুই পক্ষের শালিস বৈঠক বসে। একপর্যায়ে দুই পক্ষ কথাকাটাকাটির পর সংঘর্ষে জড়ায়। এ সময় কাদের প্রামানিক পিটুনিতে আহত হন। তাকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরিদর্শক দেবাশীষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় আবদুল কাদের প্রামানিক নিহত হয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। এ ঘটনায় ওই এলাকার সাইদুল মণ্ডল নামে একজনকে আটক করেছে পুলিশ।