কুয়াশা: শিমুলিয়ায় ৫ ঘণ্টা পর ফেরি চালু

ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবার ফেরি সার্ভিস চালু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2021, 04:47 AM
Updated : 29 Jan 2021, 04:49 AM

এর আগে শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত এ রটে ফেরি চলাচল বন্ধ ছিল বলে বিআইডব্লিউটিসির এজিএম মো. শফিকুল ইসলাম জানান।

শফিকুল বলেন, “ঘন কুয়াশার কারণে বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ করতে হয়।

“কুয়াশা কেটে যাওয়ার পর মাঝ পদ্মায় আটকা পড়া দুইটি ফেরিসহ বাকি ফেরিগুলো গন্তব্যে রওনা হয়।বহরের ১৭ ফেরির মধ্যে ১৫টি ফেরি চলছে এখন।”

তবে দীর্ঘসময় ফেরি বন্ধ থাকায় ঘাটে শতশত যান আটকরা পড়েছে বলে জানান বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা।

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ৮৭টি লঞ্চ, সাড়ে ৪শ' স্পিডবোট এবং সবকয়টি ট্রলার চলাচল এখন বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।