নাটোরে মৌমাছির হামলায় মা ও ২ মেয়ে আহত

নাটোরের লালপুর উপজেলায় মৌমাছির হামলায় মা ও দুই মেয়ে আহত হয়েছেন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2021, 06:56 PM
Updated : 28 Jan 2021, 06:56 PM

তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিবুল ইসলাম জানিয়েছেন।

আহতরা উপজেলার নাগশোষা গ্রামের কুদরত আলীর স্ত্রী-সন্তান।

কুদরত বলেন, বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে তার বাড়ির পাশের তেঁতুলগাছের মৌ চাকে হামলা করে একটি চিল। এ সময় ওই গাছের নিচে একটি ছাগলের ওপর হামলা চালায় মৌমাছির দল। তার স্ত্রী ছাগল উদ্ধার করতে গেলে মৌমাছিল দল তার ওপর হামলা চালায়। চিৎকার শুনে দুই মেয়ে এগিয়ে গেলে মৌমাছির দল তাদের ওপরও হামলা করে। তারা অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

চিকিৎসক রাকিবুল বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে এক মেয়ের অবস্থা ‘আশঙ্কাজনক’। তাকে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথায় পাঠানো হতে পারে।