নীলফামারীতে ৬০ হাজার টিকা পৌঁছাবে ৩১ জানুয়ারি

নীলফামারীর প্রথম পর্যায়ের করোনাভাইরাসের ৬০ হাজার টিকা ৩১ জানুয়ারি আসবে বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2021, 06:08 PM
Updated : 28 Jan 2021, 06:08 PM

বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন জানান, জানুয়ারির ৩১ তারিখ জেলায় প্রথম পর্যায়ের ৬০ হাজার ডোজ টিকা পৌঁছবে। সেই টিকা জেলার ইপিআই সংরক্ষণাগারে সংরক্ষণ করা হবে।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নীলফামারীতে টিকা দেওয়া শুরু হবে এবং ইতিমধ্যে টিকাদান কেন্দ্র ও বুথ স্থাপনের কাজ শুরু হয়েছে বলেও জানান স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা।

আব্দুল্লাহ-আল-মামুন জানান, জেলা সদরের টিকাদান কেন্দ্র নীলফামারী জেনারেল হাসপাতালে স্থাপন করা হচ্ছে। এজন্য ওই হাসপাতালে ১০টি বুথ স্থাপন করা হবে। প্রথম পর্যায়ে ছয়টি বুথে টিকা প্রদান করা হবে। প্রয়োজন হলে অবশিষ্ট চারটি বুথ চালু করা হবে।

“এছাড়া জেলা সদরের বাইরে বাকি পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদানের জন্য দুটি করে বুথ স্থাপন করা হচ্ছে।”

প্রতিটি বুথে দুইজন টিকাদানকারী কর্মী এবং চারজন করে সেচ্ছাসেবক কাজ করবেন বলেও জানান তিনি।

আব্দুল্লাহ-আল-মামুন আরও জানান, ইতিমধ্যে জেলার সিভিল সার্জন, একজন চিকিৎসা কর্মকর্তা ও রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তারা চলতি মাসের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ অন্যান্য কর্মীদের দুই দিনের প্রশিক্ষণ প্রদান করবেন।

বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতালের ছয়তলা নতুন একটি ভবনের নিচতলায় টিকাদান বুথ স্থাপনের কাজ করতে দেখা গেছে।