বর্গা দেওয়া জমির কলাগাছ কাটল জমির মালিক

নওগাঁর ধামইরহাটে বর্গা দেওয়া জমির ছয়শত কলাগাছ কেটে ফেলেছেন ওই জমির মালিক, যদিও গাছ লাগিয়েছিলেন বর্গাচাষি।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2021, 01:41 PM
Updated : 28 Jan 2021, 01:41 PM

উপজেলার জাহানপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে বুধবার এই ঘটনা ঘটেছে।

এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে বর্গাচাষি জালাল উদ্দিনের দাবি।

মুকুন্দপুর গ্রামের বর্গাচাষি জালাল উদ্দিন বলেন, তিনি আবদুস সাত্তারের এক বিঘা জমি বর্গা নিয়ে চাষ করেন। ফসলের তিনভাগের একভাগ তিনি জমির মালিককে দেন।

“চলতি মৌসুমে কলাগাছ লাগিয়েছিলাম। কলা পাকার আগেই গাছ জমির মালিক আব্দুস সাত্তার বুধবার (২৭ জানুয়ারি) কেটে ফেলেন।”

এই ব্যাপারে জালাল উদ্দিন বাদী হয়ে ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।

জমির মালিক মুকুন্দপুর গ্রামের আব্দুস সাত্তার বলেন, "আমি জমিতে কলাগাছ লাগাতে নিষেধ করেছি। জালাল আমার নিষেধ অমান্য করেছেন। পৌষ মাসে আমাকে জমি ছেড়ে দেওয়ার কথা থাকলেও সঠিক সময়ে জমি ফেরত দিতে না পারায় আমি কলাগাছ কেটে ফেলি।"

জালাল উদ্দিনের স্ত্রী কুলসুম বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি আব্দুস সাত্তারের পায়ে ধরে অল্প কিছুদিন সময় চেয়েছি কলাগাছগুলো কেটে নেব বলে। কিন্তু সে সুযোগ তিনি দেননি। এতে আমার মতো গরিব মানুষের দেড়লাখ টাকার ক্ষতি হয়ে গেল।”

জাহানপুর ইউপি চেয়ারম্যান ওসমান আলী বলেন, “দু’পক্ষের বিশ্বাসহীনতার কারণে ঘটনাটি ঘটেছে। তবে মৌখিক চুক্তিভিত্তিক লিজ গ্রহণকারীকে উচ্ছেদ করতে ফসল ধ্বংস করা আইনত অপরাধ।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন বলেন, “এই ব্যাপারে অভিযোগ পেয়েছি; তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”