রিজেন্টের সাহেদের বিরুদ্ধে সাতক্ষীরায় অভিযোগ গঠন
সাতক্ষীরা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2021 03:19 PM BdST Updated: 28 Jan 2021 03:19 PM BdST
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জজ আদালত দু’টি মামলায় সাহেদকে আসামি করে অভিযোগ গঠন করে বলে জানিয়েছেন সাতক্ষীরা জজ আদালতের পিপি আব্দুল লতিফ।
“আগামী ২৩ ফেব্রুয়ারি শুনানির দিন ঠিক করেছে আদালত।”
এর আগে গত বুধবার সাহেদকে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে আনা হলে আসামিপক্ষের আইনজীবী আবু বক্কর সিদ্দিকী সময় প্রার্থনা করেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার ফের সাহেদকে আদালতে নিয়ে আসা হয়।
এরপর তাকে সাতক্ষীরা কারাগারে নেওয়া হয়েছে বলেন তিনি।
মহামারীর মধ্যে করোনাভাইরাস পরীক্ষা নিয়ে প্রতারণা আর জালিয়াতির মামলার পর পলাতক রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টকশোতেও অংশ নিতেন।

এছাড়া অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামিপক্ষের আইনজীবী আবু বক্কর সিদ্দিকীর তোলা আপত্তি আদালত খারিজ করে দেয় বলে জানান তিনি।
২০২০ সালের ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর এলাকা দিয়ে ‘ভারতে পালানোর চেষ্টাকালে’ কোমরপুর বেইলি ব্রিজের নিচ থেকে র্যাব-৬ এর সদস্যরা তাকে প্রথমে আটক করে।
এ সময় তার কাছে থাকা একটি অবৈধ পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২৩৩০ ভারতীয় রুপি, ৩টি ব্যাংকের এটিএম কার্ড এবং মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় র্যাবের ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দেবহাটা থানায় সাহেদ করিম এবং জনৈক বাচ্চু মাঝিকে আসামি করে একটি মামলা করেন।
পরে ওই মামলায় বাচ্চু মাঝির নাম বাদ দিয়ে সাহেদকে এককভাবে আসামি করা হয়।
-
ময়মনসিংহে ৬ ‘ছিনতাকারী নারী’ গ্রেপ্তার
-
বিএনপির সমাবেশ কমিউনিটি সেন্টারে, বাস বন্ধ রাজশাহীতে
-
সাভারে চলন্ত প্রাইভেটকারে আগুন
-
কুড়িগ্রামের রবিকে খুঁজছে তার স্বজনরা
-
বরগুনায় উপজেলা চেয়ারম্যান ও মেয়র সমর্থকদের সংঘর্ষ
-
ধুনটে স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’, কলেজছাত্র গ্রেপ্তার
-
মুজিববর্ষ: ৮ ভূমিহীনকে বাড়ি দিচ্ছেন এক দম্পতি
-
নবাবগঞ্জে কালি মন্দিরের জমি দখলের অভিযোগ
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- টিভি সূচি (সোমবার, ০১ মার্চ ২০২১)
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- হতাশা পেছনে ফেলে জয়ে ফিরল লিভারপুল