বরগুনায় কাউন্সিলর প্রার্থীকে বাইক চাপায় আহত করার অভিযোগ
বরগুনা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2021 02:43 PM BdST Updated: 28 Jan 2021 02:54 PM BdST
বরগুনা পৌরসভার এক নারী কাউন্সিলর প্রার্থীকে মোটর সাইকেল দিয়ে চাপা দিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
বরগুনা পৌরসভার ১ ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী জেসমিন আক্তারের স্বামী লিটন হাওলাদার বৃহস্পতিবার এ অভিযোগ করেছেন।
আহত জেসমিন আক্তারকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন লিটন।
এ ঘটনায় অভিযোগের মুখে রয়েছেন- একই ওয়ার্ডের আনারস প্রতীকের কাউন্সিলর প্রার্থী মমতাজ বেগম।
লিটন হাওলাদার বলেন, বরগুনা পৌরসভার শিবেরখাল এলাকার এসমাইল হোসেনের মেয়ে বুধবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার সকালে তার মরদেহ বরগুনায় নিয়ে আসা হয়। তাই বৃহস্পতিবার সকালে স্ত্রী জেসমিনকে নিয়ে মোটর সাইকেলে করে ইসমাইলের বাড়িতে যান তিনি।
“জেসমিন মোটর সাইকেল থেকে নেমে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আনারস প্রতীকের স্টিকার লাগানো আরেকটি মোটর সাইকেলে করে আসা এক দুর্বৃত্ত জেসমিনকে চাপা দেয়। তারপর মোটর সাইকেলটি ফেলে রেখে সে পালিয়ে যায়।”
পরে ওই মোটর সাইকেলটি আনারস প্রতীকের প্রার্থী মমতাজ বেগমের ভাই জাকির বিশ্বাস নিয়ে যায় বলে লিটনের ভাষ্য।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মমতাজ বেগম বলেন, এ ঘটনা কে ঘটিয়েছে, তা তিনি জানেন না।
আর বরগুনা থানার ওসি তারিকুল ইসলাম বলেন, জেসমিন আক্তারের স্বামী লিটন হাওলাদার তাকে মোবাইল ফোনে ঘটনাটি জানান। এর পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করে। তবে ওই মোটার সাইকেলে থাকা ব্যক্তিকে এখনও শনাক্ত করা যায়নি।
তবে এ ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
-
পঞ্চম ধাপে পৌর নির্বাচন: অধিকাংশ মেয়র আ. লীগের
-
গাজীপুরে কয়েকটি বস্তিতে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
-
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা মামলায় ২ জনের প্রাণদণ্ড
-
কালিহাতীতে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
-
বাগেরহাটে যুবককে বেঁধে নির্যাতন, ৪ দিনেও গ্রেপ্তার নেই
-
দলবদ্ধ কুকুরের হামলায় নিহত শিশু
-
পঞ্চম ধাপে পৌর মেয়র হচ্ছেন যারা
-
শৈলকুপা উপজেলা চেয়ারম্যান উপ-নির্বাচনে জয়ী আ. লীগ
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- তানভিরের ১৩ উইকেটে ইনিংস ব্যবধানে জয়
- ‘গ্রিজমানকে শাস্তি দেওয়া হয়নি’
- ৩০ মার্চ খুলবে স্কুল-কলেজ
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়