টিকায় ‘আস্থা সৃষ্টির’ আহ্বান মির্জা ফকরুলের

করোনাভাইরাসের টিকায় সরকারকে মানুষের মাঝে ‘আস্থা সৃষ্টির’ আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2021, 03:21 PM
Updated : 25 Jan 2021, 03:21 PM

সোমবার রংপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “করোনা ভ্যাকসিন নিয়ে মানুষ আতংকে আছে। মানুষের মাঝে আস্থা সৃষ্টি করতে প্রধানমন্ত্রীসহ জাতীয় সংসদের সকল সংসদ সদস্যদের আগে করোনা ভ্যাকসিন নেওয়া দরকার।”

বিশ্বের বিভিন্ন দেশে সরকার প্রধান ও মন্ত্রীরা আগে করোনাভাইরাসের টিকা নিয়ে জনগণকে টিকা নিতে সাহস জুগিয়েছেন বলে জানান ফখরুল।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ফখরুল বলেন, “এই নির্বাচন কমিশিন নিরপেক্ষ নয়। তাই তাদের কাছে সুষ্ঠু নির্বাচন আশা করা যায না।”

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে বিকালে রংপুরের বিনোদন কেন্দ্র ভিন্ন জগতে বিএনপি রংপুর বিভাগীয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব।

সভায় রংপুরে মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে দলের নেতারা জানান।

আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় সদস্য বিলকিস ইসলাম, ঠাকুরগাঁ জেলা সদস্য ফয়সাল মির্জা, কেন্দ্রীয় সদস্য ফরহাদ হোসেন আজাদ প্রমুখ।