গোবিন্দগঞ্জে নিখোঁজ ভ্যান চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2021 07:23 PM BdST Updated: 25 Jan 2021 07:23 PM BdST
-
প্রতিকী ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর এক ভ্যান চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের মিয়াপাড়ার একটি পুকুরে তার লাশ পাওয়া যায়।
নিহত হামিদুল ইসলাম (৩৬) উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় শিংজানী গ্রামের প্রয়াত মজিবর রহমানের ছেলে। তিনি ব্যাটারি চালিত অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন পরিবারের বরাত দিয়ে বলেন, রোববার রাত ৮টার দিকে ব্যাটারি চালিত ভ্যানটি নিয়ে হামিদুল ইসলাম বাড়ি থেকে বের হন।
“তারপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। স্বজনরা বার বার তার মোবাইলে ফোন করে ফোনটি বন্ধ পান। অনেক খোজাখুঁজিও করেছেন; সন্ধান পাননি।”
তিনি আরও জানান, সোমবার বিকাল ৩টার দিকে মিয়াপাড়ার একটি পুকুরে কচুরিপানার নিচে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদি হাসান জানান, নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ নিহতের ভ্যান এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটির সন্ধান পায়নি।
তিনি বলেন, দুস্কৃতিকারীরা ভ্যান ও মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
-
মিনু-দুলুসহ ৪ বিএনপি নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন
-
কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২
-
কুমিল্লা উত্তর আ. লীগের সাবেক সভাপতি আউয়ালের মৃত্যু
-
নেত্রকোণায় শিলাবৃষ্টিতে ফল-ফসলের ক্ষতি
-
কাদের মির্জার বিরুদ্ধে আ.লীগ নেতাকে মারধরের অভিযোগ
-
নারায়ণগঞ্জের বাড়িতে ‘গ্যাস জমে’ বিস্ফোরণ, দগ্ধ ৬
-
গাজীপুরে মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যা
-
এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- আবার বার্সা সভাপতি লাপোর্তা