রাতভর বন্ধের পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি সচল

ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সাড়ে ১১ ঘণ্টা বন্ধের পর আবার ফেরি সার্ভিস চালু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2021, 05:08 AM
Updated : 25 Jan 2021, 05:08 AM

সোমবার বেলা সাড়ে ৯টায় ফেরি চলাচল শুরু হয় জানিয়ে বিআইডব্লিউটিসির ম্যানেজার আহম্মদ আলী বলেন, মাঝ পদ্মায় বেশকিছু যানসহ প্রায় চার শ' যাত্রী নিয়ে আটকা পড়া তিনটি ফেরিও গন্তব্যে ফিরেছে।

আহম্মদ আলী জানান, বহরের ১৭ ফেরির মধ্যে ১৫টি ফেরি চলাচল করছে এখন। ঘনকুয়াশার কারণে বয়াবাতি কিছুই দেখা না যাওয়ার কারণে গত রাত ১০টা থেকে ফেরি চলচাল বন্ধ করে দেওয়া হয়েছিল।

রাতে ফেরি বন্ধ থাকায় ঘাটে অপেক্ষা করছে লাশবাহী গাড়িসহ শত শত যানবাহন বলেন তিনি।

ফেরিতে আধুনিক ফগ লাইট স্থাপনের দাবি জানিয়ে ভুক্তভোগীরা বলছেন, আগে ফেরিতে যে ফগ লাইট ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। তাই সাড়ে ১০ কিলোমিটারের এ নৌপথ কুয়াশায় পাড়ি দেওয়ায় সমস্যা হচ্ছে।

৮৭টি লঞ্চ এবং সাড়ে ৪শ' স্পিডবোর্ট এবং কয়েক ট্রলার সবই এখন চলাচল করছে বলে জানায় কর্তৃপক্ষ।