বান্দরবানে বন্য হাতির আক্রমণে নিহত ২

বান্দরবানে বন্য হাতির আক্রমণে দুই যুবক নিহত হয়েছেন।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2021, 09:24 AM
Updated : 24 Jan 2021, 09:24 AM

আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের কোনাপাড়ায় শনিবার রাতে এ হামলার সময় আরও একজন আহত হয়েছেন চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান জানিয়েছেন।

নিহত মনছুর আলম (১৮) চৈক্ষ্যং ইউনিয়নে ওমর আলী পাড়ার বাসিন্দা আব্দুছ ছোবহানের ছেলে। অপরজন মান্নান মেম্বার পাড়ার বাসিন্দা হোসেনের ছেলে হুমায়ন কবির (১৭)।

আলীকদম থানা ওসি কাজী রাকিব উদ্দীন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান জানান, শনিবার রাত দেড়টার দিকে দুর্গম মেরাইতং পাহাড় থেকে ১০-১২টি বন্য হাতির পাল নেমে আসে। পরে তারা দুইটি গ্রামে ঢুকে পড়ে।

“ঘর বাড়িতে হাতির পালের হামলা ঠেকাতে পিছু নেয় মনছুর আলম।

“পরে বন্য হাতির দলটিকে দেখে ভয়ে চিৎকার দেয় মনছুর। এতে বন্য হাতিগুলো খেপে গিয়ে মনছুরকে পায়ের তলায় পিষ্ট করে এবং হুমায়নকে ছুঁড়ে মারলে দুজনই মারাত্মক আহত হয়।”

আহত দুইজনের মধ্যে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে একজন এবং চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় অপরজন মারা যান। এছাড়া পালাতে গিয়ে আহত যুবায়ের নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান তিনি।

খবর পেয়ে রাতিই হাতির পাল তাড়ানো হয়েছে বলে জানান উপজেলা বনবিভাগের তৈন রেঞ্জ কর্মকর্তা মো. মিনার হোসেন।

তিনি বলেন, এলাকায় মাঝে কয়েক বছর বন্য হাতির উপদ্রব ছিল না। কিন্তু হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটেছে।