কালিয়া পৌর নির্বাচন: নৌকার অফিস পোড়ানোর অভিযোগ
নড়াইল প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2021 01:03 PM BdST Updated: 24 Jan 2021 01:03 PM BdST
নড়াইলের কালিয়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের এক নির্বাচনী অফিসে হাতবোমা নিক্ষেপ করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার সকালে এ ঘটনার কথা স্বীকার করে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আমরা নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে জিরো টলারেন্স পন্থা বলম্বন করব।
“বিষয়টির সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। যে বা যারা অপরাধ করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”
আগের গভীর রাতে কালিয়া পৌরসভার বড়কালিয় বেপারিপাড়ার আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কার্যালয়ে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।
আগামী ৩০ জানুয়ারি দেশব্যাপী পৌরসভা নির্বাচনের তৃতীয় এখানে নির্বাচনের প্রচারণা চলছে।

তিনি আরও বলেন, চামচ প্রতীকের মিছিল করে যাওয়ার সময় তারা কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে চামচ প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফকির মুশফিকুর রহমান বলেন, “আমার জনপ্রিয়তায় ভীত হয়ে নৌকা প্রতীকের সমর্থকরা পরিকল্পিতভাবে নিজেরাই আগুন লাগিয়ে আমাদের দোষ দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
“এজন্য যদি প্রশাসন নিরপেক্ষ না থেকে আমাদের লোকদের বা আমাকে ধরে নিয়ে যায় তাহলেও আমার করার কিছু নাই।”
এ ঘটনায় এখনও কোনো মামলা হওয়ার খবর পাওয়া যায়নি।
-
পঞ্চম ধাপে পৌর নির্বাচন: অধিকাংশ মেয়র আ. লীগের
-
গাজীপুরে কয়েকটি বস্তিতে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
-
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা মামলায় ২ জনের প্রাণদণ্ড
-
কালিহাতীতে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
-
বাগেরহাটে যুবককে বেঁধে নির্যাতন, ৪ দিনেও গ্রেপ্তার নেই
-
দলবদ্ধ কুকুরের হামলায় নিহত শিশু
-
পঞ্চম ধাপে পৌর মেয়র হচ্ছেন যারা
-
শৈলকুপা উপজেলা চেয়ারম্যান উপ-নির্বাচনে জয়ী আ. লীগ
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- তানভিরের ১৩ উইকেটে ইনিংস ব্যবধানে জয়
- ‘গ্রিজমানকে শাস্তি দেওয়া হয়নি’
- ৩০ মার্চ খুলবে স্কুল-কলেজ
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়