কুয়াশা কাটায় শিমুলিয়ায় ফেরি চালু, ৮ ঘণ্টার বন্ধে ঘাটে জট

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঘন কুয়াশায় ফেরি চলাচল সাড়ে আট ঘণ্টা বন্ধের পর আবার চালু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2021, 06:20 AM
Updated : 24 Jan 2021, 06:20 AM

রোববার সকাল ১০টা থেকে ফেরি সার্ভিস আবার সচল হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির এজিএম মো শফিকুল ইসলাম।

তিনি বলেন, কিন্তু দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ এই রুটে ফেরি বন্ধ থাকায় দুই পাড়ে নৈশবাসসহ শত শত যান পারাপারের অপেক্ষায় রয়েছে।

বহরের ১৭ ফেরির মধ্যে চারটি রোরোসহ ১৫টি ফেরি চলাচল করছে। ৮৭টি লঞ্চ ও সাড়ে ৪শ' স্পিডবোটও স্বাভাবিক চলাচল করছে।

এছাড়া কুয়াশার কারণে কনকনে শীতে মাঝ নদীতে আটকা পড়া ছয়টি ফেরি গন্তব্যে পৌঁছাতে পেরে বলেওে জানান তিনি ।  

শফিকুল ইসলাম বলেন, শনিবার রাত দেড় টার দিকে আকস্মিক কুয়াশার চাঁদরে ঢাকা পড়ে এই নৌ রুট। বয়া-বাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

তবে বেলা বাড়ার পর আরও যানবাহন আসার কারণে ‘যানজট তেমন কমেনি।’