বঙ্গোপসাগরে ট্রলার ডুবে প্রাণ গেল ৪ জেলের

কক্সবাজারের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে অন্তত চার জেলে নিহত হয়েছেন; এছাড়া নিখোঁজ রয়েছেন আরও নয়জন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2021, 12:08 PM
Updated : 23 Jan 2021, 12:08 PM

সেন্টমার্টিন দ্বীপ থেকে ৬৫ কিলোমিটার দূরে শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট আরিফুজ্জামান রনি জানিয়েছেন।

এখনও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের দুটি ও নৌবাহিনীর তিনটি জাহাজ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ড কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে ৬৫ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘন কুয়াশায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। এ সময় এফবি যানযাবিল চুমকেন নামের মাছ ধরার একটি ট্রলার ডুবে যায়।

তিনি বলেন, খবর পেয়ে কোস্টগার্ডের শ্যামল বাংলা ও মনসুর আলী নামের দুটি জাহাজ জেলেদের উদ্ধারে যায়। এছাড়া নৌবাহিনীর তিনটি জাহাজও উদ্ধার অভিযান চালাচ্ছে।

“বিকাল ৫টা পর্যন্ত চারজনকে মৃত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও নয়জন। “

এছাড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। পরে নৌবাহিনীর চট্টগ্রামের ঘাঁটিতে থেকে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।