সুন্দরবনের ১৯টি হরিণের চামড়াসহ দুইজন গ্রেপ্তার
বাগেরহাট প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2021 03:49 PM BdST Updated: 23 Jan 2021 03:49 PM BdST
সুন্দরবন থেকে শিকার করা হরিণের ১৯টি চামড়াসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং-এ জানানো হয়, আগের রাত পৌনে ২টার দিকে শরণখোলা উপজেলা সদর থেকে চামড়াসহ তাদেরকে ‘গ্রেপ্তার করে পুলিশ।’
বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথাও রয়েছে।
গ্রেপ্তাররা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের মো. মতিন হাওলাদারের ছেলে মো. ইলিয়াস হাওলাদার (৩৫) এবং একই উপজেলার ভদ্রপাড়া গ্রামের মো. মোশারেফ শেখের ছেলে মো. মনিরুল ইসলাম শেখ (৪৫)।
প্রেস ব্রিফিং এ জেলার পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, বিভিন্ন বয়সের চিত্রল হরিণের এসব চামড়া লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে রাখা হয়েছিল।

পাচারকারী চক্র পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ইলিয়াস ও মনিরুলকে আটক করে।
“তাদের স্বীকারোক্তি অনুযায়ী শরণখোলা উপজেলার ভদ্রপাড়া গ্রামে মনিরের বাড়ির কাঠের দোতলা ঘরের পাটাতনের উপর দুটি ব্যাগে রাখা মোট ১৯টি ছোট বড় হরিণের চামড়া উদ্ধার করা হয়।”
এ চক্র সুন্দরবন থেকে হরিণ শিকার করে তার চামড়া দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে রেখেছিল জানিয়ে তিনি জানান, গ্রেপ্তারদের চক্রের সাথে আর কারা আছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
গত মঙ্গলবার বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তার মোড়ের বাসস্ট্যান্ড থেকে রয়েল বেঙ্গল টাইগারের চামড়াসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করে র্যাব ও বনবিভাগ।
-
কোভিড-১৯: রমজানে মানুষের সহায়তায় ময়মনসিংহ ছাত্রলীগ
-
নোয়াখালীর আওয়ামী লীগ নেতাকে গুলি, আটক ৪
-
বদলগাছীতে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
-
পঞ্চগড় থেকে ট্রেনে ফের পণ্য পরিবহন শুরু
-
মেহেরপুরে ‘হিট শকে ২ হাজার হেক্টরে চিটা’
-
কুষ্টিয়ায় পদ্মায় ডুবে প্রাণ গেল কিশোরের
-
প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক
-
ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- রিয়ালের শিরোপা স্বপ্নে গেতাফের জোর ধাক্কা
- সুপার লিগে রিয়াল-বার্সাসহ ১২ ক্লাব, ফুটবল বিশ্বে ঝড়
- আরও এক সপ্তাহ ‘কঠোর লকডাউনের’ সুপারিশ জাতীয় কমিটির
- লকডাউন বাড়ছে এক সপ্তাহ: প্রতিমন্ত্রী ফরহাদ
- মামলার পর বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন নূর
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- কোভিড-১৯: দ্বিতীয় ঢেউ ঠেকাতে যে কারণে ব্যর্থ ভারত
- সুপার লিগে খেললেই নিষিদ্ধ ‘বার্সা-রিয়ালসহ ১১ ক্লাব’
- মামুনুলের ৩ বিয়ে, কাবিন একটির: পুলিশ
- ঈদের আগে লকডাউন শিথিলের ভাবনা রয়েছে: কাদের