আশুগঞ্জে প্রতিপক্ষের হামলায় উপজেলা চেয়ারম্যানের ভাই নিহত

ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের ভাই নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2021, 05:20 AM
Updated : 23 Jan 2021, 05:20 AM

নিহত জামাল মুন্সি (৫০) আশুগঞ্জ উপজেলার চরচরতলা গ্রামের ফজলুল হক মুন্সির ছেলে এবং আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সির ভাই ছিলেন।

চরচারতলা গ্রামে শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটনায় আর অন্তত ১০জন আহত হয়েছেন বলে আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ জানান।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “চরচারতলা গ্রামের লতি বাড়ির লোকজনের সঙ্গে নানা বিষয় নিয়ে মুন্সি বাড়ির বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার রাতে লতি বাড়ির লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মুন্সি বাড়িতে হামলা চালায়।

“এ সময় আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হানিফ মুন্সির ভাই জামাল মুন্সি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা জামালকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।