ফেনীতে ইট লুটের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

ফেনীর ফুলগাজীতে একটি ইটভাটা মালিককে ‘মারধর করে’ ইট লুট করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। 

নাজমুল হক শামীম ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2021, 03:21 PM
Updated : 21 Jan 2021, 03:21 PM

বৃহস্পতিবার সকালে ফুলগাজী সদর ইউনিয়নে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ইট ভরতি তিনটি ট্রাক জব্দ করেছে।  

শামীম মজুমদার নামের এই যুবক ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

হামলায় ‘এস আলম ব্রিকস’ নামের ওই ইটভাটার মালিক শাহজাহান কবির সেলিম ও মিনহাজ উদ্দিন আহত হয়েছেন বলে তারা জানিয়েছেন।

মিনহাজ উদ্দিনের অভিযোগ, বৃহস্পতিবার সকালে ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মজুমদার লোকজন নিয়ে এসে জোরপূর্বক তার ইটভাটায় ইট ভরতি কয়েকটি ট্রাক নিয়ে যান। পরে আরও কয়েকটি ট্রাক নিয়ে এসে তাদের ইটভাটা থেকে আরও ২০ থেকে ৩০ হাজার ইট নিয়ে যান।

“এই সময় তাকে বাধা দেওয়ায় ছাত্রলীগ নেতা শামীম ও তার লোকজন ইটভাটার আরেক মালিক শাহজাহান কবির সেলিমকে মারধর শুরু করেন। তাকে বাঁচাতে গেলে ছাত্রলীগ নেতা আমাকেও মারধর করেন।”

এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মিনহাজ উদ্দিন।

ফুলগাজী থানার এসআই আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ দুপুরে ইটভাটা থেকে ইটভরতি তিনটি ট্রাক জব্দ করে থানায় নিয়ে গেছে।

তিনি বলেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই ব্যাপারে উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে ফোন করা হলে কেউ ধরেননি।