১৪৪ ধারা ভেঙে কমিটি ঘোষণার সম্মেলনে এমপি শহিদুল
নাটোর প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2021 09:05 PM BdST Updated: 21 Jan 2021 09:05 PM BdST
একটি বিদ্যালয় মাঠে প্রশাসন ১৪৪ ধারা জারি করার পরও সেখানে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিলেন নাটোরের সংসদ সদস্য শহিদুল ইসলাম।
লালপুর উপজেলার শেখচিলান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার কদিমচিলান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বৃহস্পতিবার বেলা ২টায় ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আহ্বান করেন।
একই মাঠে একই সময় বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম রেজা দলের বিশেষ বর্ধিত সভা ডাকেন।
এই প্রেক্ষাপটে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মুল বানীন দ্যুতি ওই মাঠের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেন।
বৃহস্পতিবার বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হবে বলে মাইকে প্রচারও চালানো হয় এবং পুলিশ মোতায়েন করা হয়।
তার মধ্যেই মাজেদুল ইসলামের ডাকা সম্মেলনে উপস্থিত হয়ে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল কমিটি ঘোষণা করেন বলে স্থানীয়রা জানায়।
তবে শহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৪৪ ধারা জারির করার বিষয়টি আগে জানতাম না। মাঠে ঢুকে কমিটি ঘোষণার সময় জানতে পারি। তখন আমি সেখান থেকে ফিরে আসি।”
সংসদ সদস্য মাঠে গেলেও ১৪৪ ধারা জারির কথা শুনে ফিরে যান বলে জানিয়েছেন লালপুর থানার ওসি মো. সেলিম রেজা।
তিনি বলেন, “পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছিল। সংসদ সদস্য আকস্মিকভাবে এসে পড়েন। তার সঙ্গে সঙ্গে কিছু লোকও ঢুকে পড়ে। তখন তাকে ১৪৪ ধারা জারির কথা জানালে তিনি ফিরে যান।”
-
গোপালগঞ্জে রুহুল কবির রিজভীর বিরুদ্ধে সমন
-
ঝিনাইদহে ঘর থেকে মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
-
ঝিনাইদহে ভটভটি উল্টে তরুণ নিহত
-
পাটুরিয়ায় ফেরি থেকে ট্রাক নদীতে, চালক নিহত
-
পঞ্চম ধাপে পৌর নির্বাচন: অধিকাংশ মেয়র আ. লীগের
-
গাজীপুরে কয়েকটি বস্তিতে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
-
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা মামলায় ২ জনের প্রাণদণ্ড
-
কালিহাতীতে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়
- সুইস ব্যাংকে কার কত টাকা, জানতে চায় হাই কোর্ট
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- জাতীয় দলের জন্য ‘প্রস্তুত নন’ নারাইন
- অব্যাহতি চেয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব খোকন