ঝিনাইদহে ভাঙা হলো ১০টি ইটভাটা

ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তরের অভিযানের দ্বিতীয় দিনে আরও দশটি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2021, 12:28 PM
Updated : 21 Jan 2021, 12:28 PM

বৃহস্পতিবার শৈলকুপা পৌর এলাকায় এই অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার এই অভিযান পরিচালনা করেন।

এই নিয়ে দুই দিনে সদর, হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলায় ২০টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হলো। এছাড়া চারটি ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।

সাঈদ আনোয়ার জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত পৌরসভা ও উপজেলার বিভিন্ন গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ১০টি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা বুধবার থেকে ঝিনাইদহে অভিযান শুরু করেছি। যে ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, জেলা প্রশাসনের অনুমোদন নেই সেসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।”

এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।