সাভারে ছয় ফার্মেসির প্রায় ৩ লাখ টাকা জরিমানা

ঢাকার সাভারে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে ছয়টি ফার্মেসির মালিককে দুই লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2021, 10:22 AM
Updated : 21 Jan 2021, 10:22 AM

একই অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন ওষুধ ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাভার বাসস্ট্যান্ড এলাকার ছয়টি ফার্মেসিতে অভিযান চালানো হয়েছে।

মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রির অপরাধে সাগর মেডিকেলকে ৭৫ হাজার টাকা, আল-মুস্তাকিম ফার্মেসীকে ২৫ হাজার টাকা, মুক্তি ফার্মেসীকে ৭৫ হাজার টাকা, শিকদার ফার্মেসীকে ৫০ হাজার টাকা, সুমন ফার্মেসীকে ৫০ হাজার টাকা ও জয় ফার্মেসীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে ওষূধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক মো. মওদুদ আহম্মেদ, ওষুধ পরিদর্শক মো. কৌশিকসহ র‌্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।