নওগাঁয় বৃদ্ধার বাড়ি ভেঙে জমি দখলের অভিযোগ

নওগাঁয় এক বৃদ্ধার বাড়ি ভেঙে মালপত্র লুটসহ জমি দখলের অভিযোগ উঠেছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2021, 10:53 AM
Updated : 20 Jan 2021, 10:53 AM

জেলার নিয়ামতপুর উপজেলার দামপুরা রাজবংশীপাড়ার সেতারা খাতুন (৫০) নামে এক বৃদ্ধা এই অভিযোগ করেছেন।

তিনি বলেন, “মঙ্গলবার দুপুরে গ্রামের কবির হোসেন টানুর ছেলে জাহাঙ্গীর আলম (৩৬) লোকজন নিয়ে এসে আমার ঘর ফেঙে ফেলে। তারা ধান-চাল ও টাকা-পয়সা লুট করে। আর বাড়ির জমির দখল করে নেয়।”

এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান।

তবে জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করেছেন।

জাহাঙ্গীর বলেন, “আমি আমার জায়গা দখল করেছি। কারও ঘর ভাঙচুর করিনি বা লুটপাট করিনি। তারা নিজেরাই ঘর ভেঙে আমার ওপর দোষ চাপিয়েছে।”

উভয় পক্ষ ওই জমির মালিকানা দাবি করে আসছেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার বসেছেন। কিন্তু তারা সমাধান করতে পারেননি।

নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির বলেন, বৃদ্ধার অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয়পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।