ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁওয়ে আট বছর আগে এক নারীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2021, 09:07 AM
Updated : 20 Jan 2021, 09:07 AM

বুধবার ঠাকুরগাঁও জেলা দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত ইমতিয়াজ হোসেন ওরফে ডায়মণ্ড ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়া এলাকার এসএম আজিমের ছেলে।

রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এছাড়া এ মামলায় আসাদ হোসেন ওরফে জেসি (২৮) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি শহরের কলেজপাড়া এলাকার আব্দুল মমিনের ছেলে।

আসাদ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের পক্ষের আইনজীবী শেখর কুমার রায় জানান, মৃত্যুদণ্ডের পাশাপাশি ইমতিয়াজকে এক লাখ টাকা জরিমানা এবং আসাদকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মামলার বরাতে শেখর বলেন, ২০১৩ সালের ১ অগাস্ট ইমতিয়াজ হোসেন তার স্ত্রী ফারিয়া আক্তার মুমুকে (২৪) পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘরের ভেতরে ঝুলিয়ে রাখে। পরে খবর পেয়ে পুলিশ মুমুর লাশ উদ্ধার করে।

এ ঘটনায় ওই বছরের ২৩ অক্টোবর তৎকালীন ঠাকুরগাঁও সদর থানার এসআই নাজমুল হক বাদী হয়ে ইমতিয়াজ ও আসাদকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৪ সালে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।