ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড
ঠাকুরগাঁও প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2021 03:07 PM BdST Updated: 20 Jan 2021 03:07 PM BdST
ঠাকুরগাঁওয়ে আট বছর আগে এক নারীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার ঠাকুরগাঁও জেলা দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত ইমতিয়াজ হোসেন ওরফে ডায়মণ্ড ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়া এলাকার এসএম আজিমের ছেলে।
রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
এছাড়া এ মামলায় আসাদ হোসেন ওরফে জেসি (২৮) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি শহরের কলেজপাড়া এলাকার আব্দুল মমিনের ছেলে।
আসাদ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের পক্ষের আইনজীবী শেখর কুমার রায় জানান, মৃত্যুদণ্ডের পাশাপাশি ইমতিয়াজকে এক লাখ টাকা জরিমানা এবং আসাদকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বরাতে শেখর বলেন, ২০১৩ সালের ১ অগাস্ট ইমতিয়াজ হোসেন তার স্ত্রী ফারিয়া আক্তার মুমুকে (২৪) পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘরের ভেতরে ঝুলিয়ে রাখে। পরে খবর পেয়ে পুলিশ মুমুর লাশ উদ্ধার করে।
এ ঘটনায় ওই বছরের ২৩ অক্টোবর তৎকালীন ঠাকুরগাঁও সদর থানার এসআই নাজমুল হক বাদী হয়ে ইমতিয়াজ ও আসাদকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০১৪ সালে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।
-
ডিজিটাল নিরাপত্তা আইন: অপেক্ষায় থাকতে বললেন আইনমন্ত্রী
-
হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১
-
মৌলভীবাজারে ছুরিকাঘাতে অটোচালক নিহত
-
সৌরশক্তি ব্যবহারে কৃষকরা পাচ্ছেন ‘বিনামূল্যে’ সেচ সুবিধা
-
কুষ্টিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কলেজ শিক্ষক রিমান্ডে
-
খুলনায় ইন্টারনেটে ছবি ছড়ানোর ভয় দেখিয়ে ‘ধর্ষণ’
-
কক্সবাজারে ছিনতাই মামলায় তিন পুলিশ সদস্য ফের রিমান্ডে
-
ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা: শিক্ষকের বেতন তোলেন আরেকজন
- আর পদোন্নতি হবে না জামালপুরের সেই ডিসির, কমছে বেতনও
- টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- বাংলাদেশে একাডেমি করতে আগ্রহী রাজস্থান রয়্যালস
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- হ্যাটট্রিক, ছয় ছক্কা ও রেকর্ডের ছড়াছড়ি
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি