নড়াইলে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

নড়াইলে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2021, 12:40 PM
Updated : 19 Jan 2021, 12:40 PM

নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত শেখ মোহাম্মদ নাঈম ওরফে জন (২৮) জেলার লোহাগড়া উপজেলার চরসুচাইল পাংখারচর গ্রামের পূর্বপাড়ার তৈয়েবুর রহমানের ছেলে।

নাঈম পলাতক রয়েছেন।

আদালতের পিপি ইমদাদুল ইসলাম মামলার নথির বরাতে জানান, ২০১৮ সালের ২ ফ্রেরুয়ারি নাঈমের বাড়ি থেকে ওয়ান শটারগানসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

সে ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের করেন র‌্যাব ৬-এর ডিএডি মো. সোহেল মিয়া।

পিপি ইমদাদুল ইসলাম বলেন, মামলায় নয়জনের সাক্ষ্য নিয়ে নাঈমকে দোষী সাব্যস্ত করে আদালত এ রায় দিয়েছে। আসামি ধরা পড়লে সেদিন থেকে রায় কার্যকর হবে।