বগুড়ায় ‘নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য’ গ্রেপ্তার

বগুড়ায় আনসার আল ইসলাম নামের এক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2021, 09:33 AM
Updated : 19 Jan 2021, 09:33 AM

মঙ্গলবার বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, আগের রাতে বগুড়ার শিবগঞ্জ থানার মোকামতলা বাজারে অভিযান চালিয়ে তাকে জিহাদি বইপত্রসহ প্রথমে আটক করে ডিবি পুলিশের একটি দল।

গ্রেপ্তার মো. হামিদুর রহমান ওরফে খালেদ মাহমুদ ওরফে আবু তাসফিয়া, ওরফে সুমন। তিনি নরসিংদী জেলার রায়পুর থানার কাচারী কান্দী গ্রামের মওলানা মাহমুদুর রহমানের ছেলে।

তার বিরুদ্ধে নরসিংন্দী ও নারায়ণগঞ্জ জেলায় দুইটি মামলা রয়েছে। শিবগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে।

মঙ্গলবার বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি আব্দুর রাজ্জাক জানান, সোমবার গোপন সূত্রে সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল বগুড়ার শিবগঞ্জ থানার মোকামতলা বাজারে অভিযান পরিচালনা করে।

সেখান থেকে জঙ্গি সংগঠন আনসার আল্ ইসলামের ওই সদস্য মো. হামিদুর রহমানকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে পাঁচটি জিহাদি বই, ১০টি জিহাদি লিফলেট, ১০টি বাংলায় লিখিত জিহাদি বই উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তি পুলিশের কাছে আনসার আল ইসলামের দাওয়াতি বিভাগের সদস্য বলে স্বীকার করেছেন।