মির্জা কাদেরকে ‘পাগল’ বললেন সাংসদ নিক্সন
ফরিদপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2021 12:42 AM BdST Updated: 19 Jan 2021 01:50 AM BdST
বিভিন্ন সময় নানা বক্তব্য দিয়ে আলোচনায় আসা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এবার নোয়াখালীর বসুরহাট পৌরসভার সদ্য নির্বাচিত মেয়র মির্জা আব্দুল কাদেরকে ‘পাগল’ বললেন।
নির্বাচনী প্রচারকালে নানা মুখরোচক কথা বলে মির্জা কাদেরও ইতিমধ্যে মানুষের নজর কেড়েছেন। এমন একটি সভায় তিনি নিক্সন চৌধুরীর সমালোচনা করেছিলেন।
দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে ফরিদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন নিক্সন। সম্প্রতি গঠিত কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন তিনি।
ইতিপূর্বে এই এমপি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ উপ- নির্বাচনে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে সমালোচনার মধ্যে পড়েন। এছাড়া ভাস্কর্য নিয়ে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে বক্তব্য দিয়েও আলোচিত হন।
রোববার বিকালে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের চৌধুরীকান্দা সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নিক্সন মেয়র আব্দুল কাদের মির্জার সমালোচনা করেন।
এই সভায় নিক্সন চৌধুরী বলেন, “আগে দুই একটা ভাঙ্গার পাগল আমারে নিয়া কথা কইত। আমি এতবড় নেতাই হইছি এখন ভিনদেশি পাগল আমার উপর খ্যাপছে। তারে আমি কিছু কইছি? তারে আমি চিনি? জীবনে নাম শুনছি? সে কয় আমি ভোট ডাকাতি কইরা এমপি হইছি। পাগলা স্বপ্নে না দেখলে এমন কথা কইতে পারে না।”
মির্জা কাদেরকে ‘চেনেন না, জানেন না’ উল্লেখ করে নিক্সন চৌধুরী বলেন, “জীবনে যাই নাই নোয়াখালী। আরে মিয়া নেতা হইতে চান? পরিচিতি চান? পাগলামি কইরা নেতা হওয়া যায় না। আপনাকে প্রমাণ করতে হবে পাগলা আমি আপনারে কিছু কইছি কিনা?
“সরকারকে অনুরোধ করব এসব পাগল বাইরে রাখা উচিত না। যথাশীঘ্রই পাবনায় পাঠানো উচিত।”
ভাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. বাকী মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ও ভাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান সাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী প্রমুখ।
গত বৃহস্পতিবার নোয়াখালীতে নির্বাচনী প্রচারকালে নিক্সন চৌধুরীর সমালোচনা করেন আব্দুল কাদের মির্জা।
ওই সময় তিনি বলেছিলেন, “নিক্সন চৌধুরী সাহেব, আপনি বলেছেন চুনো পুঁটিদের কথা কে শোনে। শেখ হাসিনার কাছে যাওয়ার এদের কোনো সুযোগ নাই-কিছু বলারও সুযোগ নাই। তো নিক্সন চৌধুরী সাহেবরে জিগ্গাই- আপনার বয়স কত? হ্যাঁ এমপি হইছেন যে! আঁর [আমার] রাজনীতির বয়স হবেনি আপনার বয়স?
“ঠিক আছে আমি চুনোপুঁটি-আমরা গ্রামে থাকি। ভাষা অসুন্দর হলেও ঠিক আছে আমি মেনে নিলাম। আপনি ভালো মানুষটা আপনি আমাদের ত্যাগী নেতা জাফর উল্লা সাহেবের বিরুদ্ধে স্বতন্ত্র দাঁড়াই এমপি হইছেন ভোট চুরি করি। দৈহিক শক্তি আছে, ওই আন্ডুগান্ডু এরা আছে এইজন্য আমনে ভোটে জিতছেন।”
-
সাতছড়ি উদ্যানে ভারী অস্ত্র উদ্ধার
-
কক্সবাজারে টাকা ছিনতাইয়ে গ্রেপ্তার তিন পুলিশ রিমান্ডে
-
খাগড়াছড়িতে ‘ধর্ষণ চেষ্টা’: শিক্ষকের বিচার দাবি
-
‘চাঁদাবাজিতে অতিষ্ঠ’ ট্রাক চালক, পাহাড়ে খাদ্যগুদামে সরবরাহ বন্ধ
-
মোটরসাইকেল থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু, হত্যার অভিযোগ
-
সিরাজগঞ্জ ছুরিকাঘাতে নির্মাণ শ্রমিক নিহত
-
ভবনে রডের বদলে বাঁশ: মামলার বিচার শুরু
-
সব কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩১ জুলাই
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- ইসিকে হেয় করতে সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল
- আহমেদাবাদের উইকেট নিয়ে ‘কান্নাকাটিতে’ বিস্মিত রিচার্ডস
- টিভি সূচি (মঙ্গলবার, ০২ মার্চ ২০২১)