বরিশালে হামলায় আহত আ. লীগ নেতার মৃত্যু

বরিশালের মেহেন্দিগঞ্জ ‘পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে’ হামলায় আহত এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2021, 10:35 AM
Updated : 18 Jan 2021, 10:42 AM

নিহত আফসার সিকদার (৫৮) মেহেন্দিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

মেহেন্দিগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, মৌখিকভাবে ঘটনাটি শুনেছেন তিনি।

“এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। পুলিশ কাজ করছে।”

এদিকে, পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নূরুল হক জমাদ্দার বলছেন, তার প্রতিপক্ষ কাউন্সিলরের হামলায় আফসার নিহত হয়েছেন।

নূরুল হক বলেন, রোববার দুপুরে তার কর্মী মোস্তাফিজুর রহমান ফয়েজ পাতারহাট আরসি কলেজের সামনে গেলে তার উপর হামলা চালায় প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী নিপ্পন তালুকদার সহ ৮ থেকে ১০ জন।

“এ খবর পেয়ে আফসার সিকদার সেখানে গেলে তার উপরও হামলা চালানো হয়। এতে মাথায় গুরুতর আঘাত পান আফসার।”

আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

এছাড়া নিহত আফসারের ছেলে রিমন সিকদার বলেন, তার বাবা নৌকার মেয়র প্রার্থী কামাল হোসেন তালুকদারের নির্বাচনী এজেন্ট ছিলেন। কয়েকদিন আগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিলসহ কয়েকজন তার বাবাকে ‘হুমকি দিয়ে নৌকার পক্ষে কাজ করতে’ নিষেধ করেন।

এ বিষয়ে কথা বলতে কাউন্সিলর প্রার্থী নিপ্পন তালুকদার এবং ছাত্রলীগ নেতা সাকিলকে ফোন করা হলে বন্ধ পাওয়া যায়।