বরিশালে হামলায় আহত আ. লীগ নেতার মৃত্যু
বরিশাল প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2021 04:35 PM BdST Updated: 18 Jan 2021 04:42 PM BdST
-
প্রতিকী ছবি
বরিশালের মেহেন্দিগঞ্জ ‘পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে’ হামলায় আহত এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
নিহত আফসার সিকদার (৫৮) মেহেন্দিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
মেহেন্দিগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, মৌখিকভাবে ঘটনাটি শুনেছেন তিনি।
“এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। পুলিশ কাজ করছে।”
এদিকে, পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নূরুল হক জমাদ্দার বলছেন, তার প্রতিপক্ষ কাউন্সিলরের হামলায় আফসার নিহত হয়েছেন।
নূরুল হক বলেন, রোববার দুপুরে তার কর্মী মোস্তাফিজুর রহমান ফয়েজ পাতারহাট আরসি কলেজের সামনে গেলে তার উপর হামলা চালায় প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী নিপ্পন তালুকদার সহ ৮ থেকে ১০ জন।
“এ খবর পেয়ে আফসার সিকদার সেখানে গেলে তার উপরও হামলা চালানো হয়। এতে মাথায় গুরুতর আঘাত পান আফসার।”
আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
এছাড়া নিহত আফসারের ছেলে রিমন সিকদার বলেন, তার বাবা নৌকার মেয়র প্রার্থী কামাল হোসেন তালুকদারের নির্বাচনী এজেন্ট ছিলেন। কয়েকদিন আগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিলসহ কয়েকজন তার বাবাকে ‘হুমকি দিয়ে নৌকার পক্ষে কাজ করতে’ নিষেধ করেন।
এ বিষয়ে কথা বলতে কাউন্সিলর প্রার্থী নিপ্পন তালুকদার এবং ছাত্রলীগ নেতা সাকিলকে ফোন করা হলে বন্ধ পাওয়া যায়।
-
মুশতাকের মৃত্যু: রাবিতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ
-
জামালপুরে ৪ পৌরসভায় মক ভোটিং
-
ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল ২ বাইক আরোহীর
-
আমার ছেলের খুনিদের একটু দেখতে চাই: মুজাক্কিরের বাবা
-
চাঁদপুরে আগুনে পুড়ে শিক্ষিকার মৃত্যু
-
খুলনায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে পরিবহন
-
অটোরিকশায় বাসের ধাক্কা, বগুড়ায় নিহত ৪
-
ময়মনসিংহের সাংসদকে জড়িয়ে সংবাদ প্রকাশ, বিক্ষোভ-মানববন্ধন
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল