ফেনী বারে সভাপতি আ. লীগ, সম্পাদক বিএনপি-জামায়াতের

ফেনী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিতরা সভাপতিসহ দশটি পদে বিজয়ী হয়েছেন; বিএনপি সমর্থিতরা জিতেছেন সম্পাদকসহ পাঁচ পদে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2021, 03:26 PM
Updated : 17 Jan 2021, 03:26 PM

শনিবার এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করে।

ওইদিন মধ্যরাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী।

পার্থ পাল চৌধুরী জানান, সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী নুর হোসেন ১৬২ ভোট এবং সাধারণ সম্পাদক পদে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের গোলাম কিবরিয়া ভূঁঞা ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সভাপতির নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত শেখ মোহাম্মদ বাহার ১১০ ভোট এবং সম্পাদকের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ গিয়াস উদ্দিন ১৩৫ ভোট পেয়েছেন।

বিজয়ী অন্যরা হলেন সহ-সভাপতি মো. শামছুল হুদা, মো. আবদুস ছাত্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক শিরিন আক্তার রত্মা, অডিটর মোহাম্মদ নোমান চৌধুরী, অর্থ সম্পাদক আবদুল ওহাব দুলাল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শিব্বির আহম্মেদ, লাইব্রেরি সম্পাদক এস এম নাজমুল হক।

সদস্য হয়েছেন এনামুল করিম খোন্দকার, গাজী তারেক আজিজ, ফজিলাতুন নাহার (আঁখি), মো. আবদুল মালেক, মো. আলা উদ্দিন বিন ওয়াদুদ ও রিয়াজ উদ্দিন সুজন।

আইনজীবী সমিতি ভবনে শনিবার দিনব্যাপী ভোট গ্রহণ হয়। জেলা আইনজীবী সমিতির ২৮৫ জন ভোটারের মধ্যে ২৭৯ জন ভোট দিয়েছেন।