রংপুরে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

রংপুরের পীরগাছা উপজেলায় এক তরুণীকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2021, 02:13 PM
Updated : 17 Jan 2021, 02:13 PM

রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত ২-এর বিচারক মো. রোকনুজ্জামান রোববার এ রায় ঘোষণা করেন।

তাছাড়া ধর্ষণে জন্ম নেওয়া শিশুকে উত্তরাধিকার ঘোষণাসহ ধর্ষককে আদালত এক লাখ টাকা জরিমানা করেছে।

সাজাপ্রাপ্ত আবুল কালাম (৩৫) পীরগাছা উপজেলার হরিরাম গ্রামের বাসিন্দা।

কালাম রায় ঘোষণার সময় আদালতে ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালের ১ ডিসেম্বর ১৮ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করেন কালাম। এতে তরুণী গর্ভবতী হন। এ ঘটনায় পরের বছর ১৬ সেপ্টেম্বর কালামের বিরুদ্ধে আদালতে মামলা করেন তরুণীর বাবা। পরে ওই তরুণীর ছেলেসন্তানের জন্ম হয়।

এ ঘটনায় আদালতের নির্দেশে ২০১৯ সালের ২৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন তৎকালীন পীরগাছা থানার এসআই আব্দুস সামাদ সরকার।

আদালতের পিপি জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, ডিএনএ পরীক্ষা ও নয়জনের সাক্ষ্য নিয়ে কালামকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ধর্ষণে জন্ম নেওয়া শিশুকে কালামের সন্তান হিসেবে স্বীকৃতি এবং কালামের সম্পত্তির উত্তরাধিকার হিসেবে রায়ও দিয়েছে আদালত। আর তাকে এক লাখ টাকা জরিমানা করেছে। কালামের সামর্থ্য না থাকলে রাষ্ট্রকে ওই শিশুর ভরণ-পোষণসহ সবকিছুর ব্যবস্থা নেওয়ার রায় দিয়েছে আদালত।