এমসি কলেজে ধর্ষণ: ৮ আসামির বিচার শুরুর আদেশ
সিলেট প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2021 12:35 PM BdST Updated: 17 Jan 2021 01:42 PM BdST
স্বামীর সঙ্গে সিলেটের এমসি কলেজে বেড়াতে যাওয়া এক নববধূকে ছাত্রাবাসে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানসহ আট আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক রোববার আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য ২৪ জানুয়ারি দিন ঠিক করে দেন।
এই আট আসামি হলেন- সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম রাজন মিয়া, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম।
এ আদালতের পিপি রাশিদা সাইদা খানম জানান, নিয়ম অনুযায়ী শুনানিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগগুলো পড়ে শোনানো হয়।
এ সময় আসামি মাহবুবুর রহমান রনি ও অর্জুন লস্করের পক্ষে আইনজীবীরা জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে। এছাড়া আসামিদের অব্যাহতির আবেদনও খারিজ করে দেয় আদালত।
গত ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে টিলাগড় এলাকায় এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়া এক গৃহবধূকে ক্যাম্পাস থেকে তুলে ছাত্রাবাসে নিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে।
ঘটনার পরদিন তার স্বামী শাহপরাণ থানায় ছাত্রলীগকর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
ওই ঘটনা দেশব্যাপী ব্যাপক আলোচনার সৃষ্টি করে। প্রতিবাদে সরব হয় বিভিন্ন স্বেচ্ছাসেবী ও অধিকার সংগঠন।

তদন্ত শেষে গত বছরের ৩ ডিসেম্বর সাইফুরসহ আট জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য।
সেখানে বলা হয়, আট আসামির মধ্যে সাইফুরম, রনি, তারেক, অর্জুন, আইনুল ও রাজন ধর্ষণে সরাসরি জড়িত ছিলেন, বাকি দুজন তাতে সহযোগিতা করেছেন।
সিলেটের ওই ঘটনার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের কয়েকটি ঘটনায় এ ধরনের অপরাধের শাস্তি বাড়ানোর দাবি আবারও আলোচনায় আসে।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা বিক্ষোভের মধ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি করে সরকার। পরে তা সংসদেও আইন হিসেবে পাস হয়।
অবশ্য আগের আইনেও দলবেঁধে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান ছিল।
পুরনো খবর
এমসি কলেজে ধর্ষণ: আটজনকে আসামি করে অভিযোগপত্র
এমসি কলেজে ধর্ষণ: ডিএনএ পরীক্ষায় প্রমাণ
সিলেট এমসি কলেজে ধর্ষণ: জবানবন্দি দিলেন সেই নববধূ
এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের পর অর্জুন গ্রেপ্তার
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ৪ আসামি গ্রেপ্তার
এমসি কলেজে ধর্ষণ: ২ দারোয়ান বরখাস্ত, তদন্ত কমিটি গঠন
এমসি কলেজে নববধূকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার
এমসি কলেজে ধর্ষণ: চারজনের ছাত্রত্ব ও সনদ বাতিল
এমসি কলেজে ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা হয়েছিল: সাবেক ছাত্রলীগ নেতা
সিলেটে এমসি কলেজে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার
-
কক্সবাজারে টাকা ছিনতাইয়ে গ্রেপ্তার তিন পুলিশ রিমান্ডে
-
খাগড়াছড়িতে ‘ধর্ষণ চেষ্টা’: শিক্ষকের বিচার দাবি
-
‘চাঁদাবাজিতে অতিষ্ঠ’ ট্রাক চালক, পাহাড়ে খাদ্যগুদামে সরবরাহ বন্ধ
-
মোটরসাইকেল থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু, হত্যার অভিযোগ
-
সিরাজগঞ্জ ছুরিকাঘাতে নির্মাণ শ্রমিক নিহত
-
ভবনে রডের বদলে বাঁশ: মামলার বিচার শুরু
-
সব কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩১ জুলাই
-
মৌলভীবাজারে ‘জঙ্গি’ আটক, অস্ত্র-গুলি ও জিহাদি বই উদ্ধার
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- ইসিকে হেয় করতে সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি
- আহমেদাবাদের উইকেট নিয়ে ‘কান্নাকাটিতে’ বিস্মিত রিচার্ডস
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল