কোভিড-১৯: নারায়ণগঞ্জে স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু

কোভিড-১৯ আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক মারা গেছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2021, 12:20 PM
Updated : 16 Jan 2021, 12:20 PM

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মহিউদ্দিন প্রধান (৪৪) নামে এই পরিদর্শক মারা যান বলে জানিয়েছেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা

মহিউদ্দিন সোনারগাঁ পৌরসভার ভট্টপুর গ্রামের গিয়াসউদ্দিন প্রধানের ছেলে। তিনি গত ২৭ ডিসেম্বর আক্রান্ত হন।

স্বাস্থ্য কর্মকর্তা পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহিউদ্দিন কোভিড-১৯ রোগীদের প্রতিবেদন দেওয়া, পরামর্শ, ওষুধ খাওয়ার নিয়ম জানানো ও নমুনা সংগ্রহসহ বিভিন্ন সেবামূলক কাজ করেছেন।”

মহিউদ্দিন করোনাভাইরাস প্রতিরোধের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে সোনারগাঁয়ে পরিচিত ছিলেন বলে জানিয়েছেন জেলার করোনাভাইরাস বিষয়ক ফোকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম।

তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে তার তার ছোট ভাই ইয়াসিন প্রধান সাংবাদিকদের জানিয়েছেন।