বরগুনায় আ.লীগ প্রার্থীর কার্যালয়ের কাছে ‘ককটেল বিস্ফোরণ’

বরগুনায় পৌরসভা নির্বাচনের আগের রাতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর অস্থায়ী প্রচার কার্যালয়ের কাছে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2021, 07:26 PM
Updated : 16 Jan 2021, 05:38 AM

প্রার্থী কামরুল আহসান মহারাজ অভিযোগ করেছেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে চরকলোনি বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকায় তার অস্থায়ী প্রচার কার্যালের কাছে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এলাকাবাসী জানান, দুইজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি হঠাৎ দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।

বাসস্ট্যান্ড এলাকার মশিউর রহমান নামে এক ব্যক্তি জানিয়েছেন, তিনি বিকট শব্দ শুনতে পেয়েছেন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে আওয়ামী লীগ নেতা-কর্মীরা ওই এলাকার  মিছিল করে গিয়ে প্রচার কার্যালয়ে অবস্থান নেন।

এ ঘটনায় তাৎক্ষণিক  প্রতিবাদ সভা হয়েছে। প্রার্থী কামরুল আহসান মহারাজ এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খুঁজে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।