মেয়র প্রার্থীর মৃত্যুতে সৈয়দপুর পৌর নির্বাচন স্থগিত

একজন মেয়র পদপ্রার্থীর মৃত্যুতে নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় মেয়র পদের ভোট বাতিল এবং অন্যান্য পদের ভোট স্থগিত করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2021, 12:50 PM
Updated : 14 Jan 2021, 12:50 PM

বৃহস্পতিবার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম এক গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান।

দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি সৈয়দপুর পৌরসভার ভোট হওয়ার কথা ছিল।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সৈয়দপুর পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার ভজে মারা যান।

নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, সৈয়দপুর পৌরসভা নির্বচানে মেয়র পদে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তাদের মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার ভজে বৃহস্পতিবার মারা গেছেন।

তার মৃত্যুতে নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে মেয়র পদের নির্বাচন কার্যক্রম বাতিল ঘোষণা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্যান্য পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আরও বলেন, “নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক মেয়র পদের নির্বাচন বাতিল ঘোষণা করে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত করে নির্বাচনী এলাকায় গণবিজ্ঞপ্তি জরি করেছি।”