জয়পুরহাটে ধর্ষণের পর কিশোরীর আত্মহত্যা: ৪২ বছরের কারাদণ্ড

জয়পুরহাটে ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যার মামলায় একজনকে ৪২ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2021, 09:16 AM
Updated : 14 Jan 2021, 09:24 AM

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইজীবী নৃপেন্দ্রনাথ মন্ডল জানিয়েছেন।

সাজাপ্রাপ্ত মাসুদ রানা জয়পুরহাটের হরিপুর উত্তরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

তিনি মামলার সংক্ষিপ্ত বিবরণীতে থেকে জানান, ২০১২ সালের ৩০ জুন দুপুরে উত্তরপাড়া গ্রামের কিশোরী খাতিজা বেগম বাড়ির পাশে তাদের ক্ষেতে যায়। মাসুদ রানা সেখান থেকে মেয়েটিকে জোর করে পাশ্ববর্তী পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। খাতিজার চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে মাসুদ পালিয়ে যান।

‘লোকলজ্জা ও অভিমানে’ ওই ঘটনার একদিন পর ২ জুলাই খাতিজা তার শোবার ঘরে বিষ পান করে আত্মহত্যা করে।

এ ব্যাপারে খাতিজার বাবা হেলালুদ্দিন বাদী হয়ে ৩ জুলাই জয়পুরহাট সদর থানায় মামলা করেন। ওই বছরের ১৮ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।

দীর্ঘ শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এ রায় দেয়। তবে ধর্ষণের পর থেকে ধর্ষক মাসুদ রানা এখন পর্যন্ত পলাতক রয়েছেন।

এ মামলার শুরু থেকে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলেও জানান নৃপেন্দ্রনাথ মন্ডল।