ফরিদপুরে রাতের আঁধারে আ.লীগের নির্বাচনী ক্যাম্পে আগুন

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনের দুই দিন আগে আওয়ামী লীগের এক নির্বাচনী অফিস ও প্রচারণায় ব্যবহৃত এক নৌকায় গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2021, 08:15 AM
Updated : 14 Jan 2021, 08:15 AM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ এবং সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বুধবার রাত ১২টার পর কোনো এক সময়

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বোয়ালমারী থানা ওসি মোহাম্মদ নুরুল আলম জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

আগামী ১৬ জানুয়ারি বোয়ালমারী পৌরসভা নির্বাচন। এর দুই দিন আগে এ ঘটনা ঘটল।

সরেজমিনে দেখা যায়, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমগ্রাম খাঁ বাড়ির মোড়ে অবস্থিত নির্বাচনী ক্যাম্পটির একাংশ আগুনে পুড়ে গেছে। এছাড়া ৭ নম্বর ওয়ার্ডের ছোলনা গ্রামের চুন্নু বিশ্বাসের বাড়ি সংলগ্ন রেলগেইটে রাখা প্রচারণায় ব্যবহৃত একটি নৌকাও পুড়িয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল বলেন, “আমরা এলাকায় রাজনৈতিকভাবে সহাবস্থান করে থাকি। রাতের আঁধারে নির্বাচনী অফিস এবং নৌকা পুড়িয়ে দেওয়া অত্যন্ত জঘন্যতম কাজ। আমরা এর নিন্দা জানাই।”