সুনামগঞ্জে জলমহাল দখল নিয়ে সংঘর্ষ: নিহত ১

সুনামগঞ্জে জলমহালের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ মৎসজীবী নিহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2021, 05:59 AM
Updated : 14 Jan 2021, 05:59 AM

বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের তেরহাল জলমহাল এলাকায় এ সংঘর্ষ ঘটে বলে জানান দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির আহমদ।

নিহত জয়নুউদ্দিন (৭০) জলমহালটির পাশের তেরহাল গ্রামের বাসিন্দা।

ওসি কাজী মোক্তাদির আহমদ বলেন, লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে রাখা হয়েছে। থানায় এখনও কেউ অভিযোগ দেয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানান, তেরহাল জলমহালে নিয়ে অনেক দিন ধরে স্থানীয় তেরহাল আদর্শ মৎসজীবী সমিতি ও তেরহাল মৎসজীবী সমিতির মধ্যে বিরোধ চলছিল। বিরোধের জেরে সকালে জলমহাল এলাকায় দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে প্রতিপক্ষের আঘাতে তেরহাল আদর্শ মৎসজীবী সমিতির জয়নুউদ্দির গুরুতর আহত হন। সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলেন তারা।