ঝিনাইদহে কাউন্সিলর প্রার্থীর মরদেহ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2021 10:13 AM BdST Updated: 14 Jan 2021 10:13 AM BdST
-
প্রতিকী ছবি
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামের পাশে কুমার নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. আলমগীর খান বাবু ওই ওয়ার্ডের বাসিন্দা।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদ সাংবাদিকদের জানান, স্থানীয় লোকদের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
“ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে।”
আনোয়ার সাঈদ আরও জানান, গতকাল রাতে শৈলকুপা পৌর নির্বাচনে ৮ নম্বর ওয়াডের কাউন্সিলর পদে প্রার্থী মো. আলমগীর খান বাবু এবং প্রতিদ্বন্দ্বী শওকত আলির সমর্থকদের মধ্যে সংঘর্ষে লিয়াকত হোসেন নামে একজন নিহত হন। নিহত লিয়াকত কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ছোট ভাই।
এ ঘটনার পর আলমগীর খান বাড়ি থেকে বের হয়ে যান। রাতে পার্শ্ববর্তী দেবতলা গ্রামে কুমার নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলেন তিনি।
নিহত আলমগীরের স্ত্রী ইতি খাতুন জানান, রাত ১০টার দিকে মোবাইল ফোনে তার স্বামীর সাথে কথা হয়। আলমগীর তখন নদীর ধার দিয়ে হেঁটে নিরাপদ স্থানে যাচ্ছিলেন।
-
যশোরে আগুনে পুড়ল ট্রেনের পাওয়ার কার
-
গাইবান্ধায় নির্বাচনে পুলিশের ওপর ‘হামলা’: ২ মামলা
-
গোপালগঞ্জে ট্রলারডুবিতে শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১
-
বগুড়ায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, সহকারী নিহত
-
পাহাড়ে নারীর বাড়তি গতি এল স্কুটির চাকায়
-
সাঁথিয়ায় জমির বিরোধে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
-
হবিগঞ্জে অটোরিকশার ১০ টাকা ভাড়ার জন্য সংঘর্ষ
-
মহামারীতে বন্ধ ছয়টি ট্রেন চালুর দাবি চাঁপাইনবাবগঞ্জে
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- দ্বিতীয় ধাপের ভোটে মেয়র হলেন যারা
- বিমানের সহযাত্রী করোনাভাইরাস পজিটিভ, কোয়ারেন্টিনে ৪৭ খেলোয়াড়
- সিরাজগঞ্জে ফল ঘোষণার পর সংঘর্ষে কাউন্সিলর পদে বিজয়ী নিহত
- ভোটে জিতে কাদের মির্জা বললেন, কথা বলে যাব
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- অঁজিকে হারিয়ে শীর্ষে পিএসজি
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- অভিষেকে অনুজ্জ্বল টেন্ডুলকারের ছেলে
- তিন নতুন মুখের ব্যাখ্যা প্রধান নির্বাচকের