কেরানীগঞ্জে অস্ত্রসহ ৫ ‘ডাকাত’ গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় শুটারগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ ‘ডাকাত দলের’ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2021, 05:11 AM
Updated : 13 Jan 2021, 05:11 AM

মঙ্গলবার রাতে ঢাকার যাত্রাবাড়ীর ধলপুর র‌্যাব-১০ এর অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আগের রাতে উপজেলার কালিগঞ্জ পশ্চিম পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, ভোলা জেলার সদর উপজেলার মো. শামীম (২৪), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মো. শাহজালাল হাওলাদার (২৪), একই জেলার সদর উপজেলার মো. ফয়সাল (২২), মো. সম্রাট সরদার (২১) ও খায়রুল ফকির (২৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা আসামিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে যানবাহন থামিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে আসছিল।

“গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির সময় ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ওই পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।”

এ সময় তাদের কাছ দুটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড এ্যামুনিশন (গুলি), চারটি চাকু, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।