তারাব পৌর ভোট ঘিরে সংঘর্ষ, ২ কাউন্সিলর প্রার্থী আটক

নারায়ণঞ্জের তারাব পৌরসভা নির্বাচন ঘিরে সংঘর্ষের পর দুই কাউন্সিলর পদপ্রার্থীকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2021, 05:52 PM
Updated : 12 Jan 2021, 05:52 PM

মঙ্গলবার রাতে তাদের আটক করা হয় বলে জেলা নির্বাচন কর্মকর্তা ও তারাব পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান জানান।

আটকরা হলেন ৭ নম্বর ওয়ার্ডের  কাউন্সিলর পদপ্রার্থী আনোয়ার হোসেন ও রুহুল আমিন।

বিকাল থেকে সন্ধ্যার মধ্যে ৭ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় এই দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষই তাদের ১৫ থেকে ২০ জন আহত হয়েছে বলে দাবি করেন।

সংঘর্ষ চলাকালে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় এই দুই প্রার্থীকে আটক করা হয়েছে। এই ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তারাব নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ডে মহিলা সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র, ১ নম্বর ওয়ার্ডে মনির হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে আক্তার হোসেন ও ৬ নম্বর ওয়ার্ডে জাকারিয়া মোল্লা একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মোট ভোটার সংখ্যা ৮৫ হাজার ২৬৯। এর মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ১৫১ জন ও মহিলা ভোটার ৪১ হাজার ১১৮ জন।