ফেনীতে আগুনে পুড়ে যুবক নিহত

ফেনীতে আগুনে পুড়ে এক যুবক নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2021, 12:12 PM
Updated : 12 Jan 2021, 12:12 PM

ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, মঙ্গল বার দুপুরে সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দক্ষিণ অলিপুর গ্রামের নুর নবীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করেন তারা।

সোহাগ মধ্যম অলিপুর গ্রামের ছালে আহম্মদের ছেলে।

ধলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার আহম্মদ বলেন, “মঙ্গলবার ভোরে নুর নবীর বাড়িতে আগুন লাগলে স্থানীয়রা খবর দিলে ফেনী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে চলে যায়। আগুনে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের দুটি টিনের ঘর পুড়ে যায়।

“পরে সকালে স্থানীয় লোকজন ওই ঘরের মেঝেতে সোহাগের পোড়া লাশ দেখতে পায়। তারা ফায়ার সার্ভিসকে ফের খবর দিলে দুপুরে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা পূর্ণ চন্দ্র বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনে। তবে ওই সময় কোনো মরদেহ তখন তাদের চোখে পড়েনি।

ফেনী মডেল থানার এসআই আনোয়ার হোসেন জানান, সোহাগের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগুনের ঘটনা ও নিহতের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।