নওগাঁয় ‘হতাশায় আত্মহত্যা’ কৃষকের

নওগাঁর ধামইরহাটে ‘হতাশা’ থেকে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে স্থানীয় এক ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2021, 11:37 AM
Updated : 12 Jan 2021, 12:00 PM

ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েশ বাদল জানান, তার ইউনিয়নের চমহাদেব গ্রামে সোমবার রাত সাড়ে ১০টার দিকে তছের আলী (৬৮) নামের ওই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

৬৮ বছর বয়সী তছেরের বাড়ি ওই গ্রামে।

ইউপি চেয়ারম্যান বলেন , “তছের আলীর সংসারে এক ছেলে ও চার মেয়ে রয়েছে। তিন মেয়েকে বিয়ে দিলেও প্রতিবন্ধী এক ছেলে ও মেয়েকে নিয়ে তিনি বিপাকে পড়েন। এক মধ্যে তার নিজেরও অস্ত্রপচার হয়।কিন্ত অপারেশন সফল না হওয়ায় পুনরায় ওই রোগ দেখা দিলে তছের এ নিয়ে এ নিয়ে চিন্তিত হয়ে পড়েন।

“সোমবার রাত সাড়ে ১০টার দিকে টয়লেট করতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন নি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর মঙ্গলবার ভোরে বাড়ির পশ্চিম পাশের একটি বাগানের আম গাছে তছেরের ঝুলন্ত লাশ দেখতে পান।“

বাদল বলেন, “বসত বাড়িটি ছাড়া সম্পদ বলতে তছেরের কিছু নেই। অন্যের জমি চাষাবাদ করে কোন রকমে সংসার চালাতেন তিনি। ফলে এসব নিয়েও তার মধ্যে ‘হতাশা’ কাজ করছিল। এসব কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।”

এ বিষয়ে ধামইরহাট থানার ওসি মো.আব্দুল মমিন বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।