কিশোরগঞ্জে পুলিশকে ছুরি মেরে পালালো আসামি

কিশোরগঞ্জে আসামি ধরতে গিয়ে ছুরিকাহত হয়ে পুলিশের এক উপ-পরিদর্শকসহ তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2021, 08:24 AM
Updated : 12 Jan 2021, 08:24 AM

মঙ্গলবার হাসপাতালে আহতদের দেখতে এসে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তাহিয়াত আহমেদ চৌধুরী জানান, পুলিশ রাতভর অভিযান চালিয়ে অভিযুক্ত শাওনসহ দুইজনকে আটক করেছে।

এ হামলার ঘটনায় নিকলী থানার এসআই হাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন বলেও জানান তিনি।

আহতরা হলেন, নিকলী থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) একেএম মঞ্জুরুল ইসলাম, নিকলী সদর ইউনিয়নের দরগাহাটি গ্রামের বাসিন্দা কাইয়ুম ও দিনু।

নিকলী থানার ডিউটি অফিসার এসআই আবুল কালাম আজাদ জানান, সোমবার রাতে কয়েকজন গ্রামবাসীর সহায়তায় এসআই একেএম মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ চুরি মামলার আসামি শাওনকে ধরতে নিকলী সদর ইউনিয়নের দরগাহাটি গ্রামে তার বাড়িতে যান।

টের পেয়ে শাওন পুলিশের উপর হামলা চালিয়ে এসআই একেএম মঞ্জুরুল ইসলামকে ছুরিকাঘাত করেন। এ সময় পুলিশের সাথে থাকা গ্রামবাসী কাইয়ুম ও দিনুকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান শাওন।

আহতদের প্রথমে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সেখান থেকে জেলা সদরে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।