যশোরে বিরোধের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ

যশোরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাইপো ও তার স্ত্রীর বিরুদ্ধে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2021, 07:17 AM
Updated : 12 Jan 2021, 07:17 AM

পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামে সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত বেনু বেগম (৫০) ওই গ্রামের বাসারত হোসেনের স্ত্রী।

বেনু বেগমের ভাই আতিকুর রহমান আতিক বলেন, পারিবারিক কবরস্থানে টিস্যু পেপার ফেলা নিয়ে রোববার বিকালে তার বোনের সঙ্গে তার ভাইপো সেলিমের স্ত্রী আবেদা খাতুনের কথা কাটাকাটি হয়।

“আবেদা এক পর্যায়ে বেনুর মাথার চুল ধরে মারধর ও ইট দিয়ে বুকের উপর আঘাত করে। পরে বেনুকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন খান বলেন, “হাসপাতালে আনার আগেই বেনু বেগমের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে মস্তিস্কে রক্তক্ষণ ও ঘাড়ে আঘাতের কারণে তিনি মারা গেছেন।”

অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা পলাতক রয়েছেন।