নওগাঁয় প্রতিবন্ধীর পরিবারকে ‘প্রধানমন্ত্রীর উপহার’ ভ্যানগাড়ি
নওগাঁ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2021 12:46 AM BdST Updated: 12 Jan 2021 12:46 AM BdST
নওগাঁর রাণীনগরে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি পেয়েছে দুই দৃষ্টি প্রতিবন্ধী সদস্যের এক পরিবার।
সোমবার রাণীনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই পরিবারের কাছে ভ্যানগাড়ি তুলে দেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ।
রাণীনগর উপজেলা সদরের খট্টেশ্বর গ্রামের মৃত আমজাদ ফকিরের দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে মাফিয়া খাতুন জানান, তাদের চার ভাইবোনের মধ্যে এক ভাই ও এক বোন দৃষ্টি প্রতিবন্ধী। তিনি নিজে [মাফিয়া] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
তিনি জানান, তাদের বাবা আমজাদ ফকির ছিলেন এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি পায়ে চালিত ভ্যানগাড়ি চালিয়ে পরিবার চালাতেন। এছাড়া মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করতেন।
মাফিয়া বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসের ২ তারিখ ওই ভ্যানগাড়িটি চুরি হয়; ১২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাবা মারা যান। এরপর থেকে তাদের পরিবারটি আর্থিক অনটনে পড়ে যান।

জেলা প্রশাসক হারুন-অর-রশীদ বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রায় ৫০ হাজার টাকায় একটি নতুন ব্যাটারিচালিত অটো চার্জার ভ্যান তৈরি করে ওই পরিবারের কর্মক্ষম ছেলের হাতে তুলে দিয়েছেন।
এর ফলে ভ্যান চালিয়ে উপার্জিত অর্থ দিয়ে পরিবারটি স্বচ্ছলভাবে চলতে পারবে বলে আমরা আশা করেন তিনি।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলা প্রকৌশলী শাহ মো. শামছুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।
-
ভাসানচরের পথে রোহিঙ্গাদের তৃতীয় দফায় যাত্রা
-
চরের কুমড়ায় সুদিনের স্বপ্ন গাইবান্ধার কৃষকের
-
পিরোজপুরে রাস্তার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
-
খুলনায় এক পাটকলের গুদামে অগ্নিকাণ্ড
-
বরগুনায় সাংবাদিকের উপর ‘মুখোশধারীদের’ হামলা
-
খুলনায় কৃষি ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
-
কক্সবাজার সদর হাসপাতালে অগ্নিকাণ্ড
-
হাসিনার গাড়িবহরে হামলা: সাবেক এমপি কারাগারে, রায় ৪ ফেব্রুয়ারি
- চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী রেজাউল
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- প্রথম ফোনালাপেই পুতিনকে ‘সতর্ক’ করলেন বাইডেন
- নতুন জাতীয় নির্বাচক রাজ্জাক
- মেসি-ডি ইয়ংয়ের গোলে শেষ আটে বার্সা
- কোভিড-১৯: দেশে ২৪ ঘণ্টায় সুস্থের চেয়ে আক্রান্ত বেশি
- বিদায়ের আগে কাঁপিয়ে যাবে শীত
- চারে মিরাজ, দশে ফিরলেন মুস্তাফিজ
- অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে চমক তানভির, টেস্টে স্টেকেটি