রংপুরে চাল আত্মসাতের মামলায় আ. লীগ নেতা হাজতে

করোনাভাইরাস মহামারীতে বিতরণের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির চাল কলোবাজারে বিক্রির অভিযোগে রংপুরে এক আওয়ামী লীগ নেতাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2021, 04:49 PM
Updated : 11 Jan 2021, 04:49 PM

সোমবার সকালে পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়নের চাতাল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে তোলা হয়।

গ্রেপ্তার মঞ্জুর হোসেন মন্ডল ভেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। 

পীরগঞ্জ থানার ওসি সরেস কুমার সরকার জানিয়েছেন, ২০২০ সালের ৯ এপ্রিল ভেন্ডাবাড়ি থেকে গাইবান্ধার সাদুল্লাহপুরে পাচারের সময় গুঞ্জিপাড়া থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৯০ বস্তা চালসহ একটি ট্রাক্টর আটক করে পুলিশ।

ওই সময় ট্রাক্টর চালক ইসমাইল, সহকারী রিয়াদ ও শ্রমিক জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।

“এই ব্যাপারে দায়ের হওয়া মামলার তদন্তে ঘটনার হোতা হিসাবে তৎকালীন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মঞ্জুর হোসেন মন্ডলের নাম উঠে আসে।”

ওসি সরেস কুমার জানান, চাল চুরির মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করলে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।