ব্রাহ্মণবাড়িয়ায় মাটির নিচে মিলল ৩৪০টি গুলি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সংস্কার কাজে খননের সময় মাটির নিচে ৩৪০টি গুলি ও কয়েকশ গুলির খোসা পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2021, 03:56 PM
Updated : 11 Jan 2021, 03:56 PM

সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলা সদরের রেলওয়ে পূর্ব কলোনি থেকে এই গুলি ও খোসা উদ্ধার করা হয়।

এগুলো মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, তমা কন্সট্রাকশনের কর্মীরা আখাউড়া উপজেলা সদরে রেলওয়ে পূর্ব কলোনিতে সংস্কার কাজের জন্য মাটি খনন করছিলেন।

“এই সময় মাটির নিচে গুলি ও গুলির খোসা দেখতে পান তারা। পরে বিকাল পর্যন্ত মাটি খুঁড়ে ৩৪০টি গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়।”

ওসি বলেন, দীর্ঘদিন ধরে মাটির নিচে পরে থাকায় গুলিগুলো নষ্ট হয়ে গেছে। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।