নড়াইলে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড

নড়াইলে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2021, 11:10 AM
Updated : 11 Jan 2021, 11:10 AM

সোমবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মো. এনায়েত মোল্যা (৩৫) লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের ইন্তাজ মোল্যার ছেলে।

এনায়েত রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক তাকে এক লাখ টাকা জরিমানাও দিয়েছেন বলে নড়াইল দায়রা আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম জানান।

মামলার বরাতে তিনি বলেন, ২০১৬ সালে এনায়েত মোল্যার সঙ্গে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামের জব্বার মোল্যার মেয়ে নার্গিস বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই এনায়েত শ্বশুরবাড়ি থাকতেন এবং যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে নাগিসের ওপর নির্যাতন চালাতেন।

এরই জেরে ২০১৮ সালের ২২ নভেম্বর ভোর রাত ৫টার মধ্যে যে কোন সময়ে নার্গিসকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর বাড়ির পাশের একটি আম গাছে ঝুলিয়ে রাখেন এনায়েত।

পরে এ ঘটনায় এনায়েতকে আসামি করে নিহতের বোন পারভীন খাতুন ২০১৮ সালের ৪ ডিসেম্বর নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।