বরগুনায় কুমিরের চামড়া উদ্ধার, একজনকে সাজা

বরগুনায় সাত ফুট লম্বা এক কুমিরের চামড়াসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2021, 06:03 AM
Updated : 11 Jan 2021, 06:03 AM

সোমবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। আগের রাত ১০টার দিকে পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়ন থেকে তাকে আটক করা হয় বলে কোস্টগার্ড জানিয়েছে।

সাজাপ্রাপ্ত রিপন গোলদার (৪৫) ওই এলাকার মো. নাজেম গোলদারের ছেলে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কমান্ডার ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাঠালতলী এলাকায় অভিযান চালিয়ে রিপন গোলদার নামের ওই ব্যক্তিকে একটি কুমিরের চামড়াসহ আটক করা হয়।

পরে রাত সাড়ে ১১টার দিকে রিপনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা সুলতানা বলেন তিনি।