সাতক্ষীরায় যাত্রীবোঝাই বাস খালে পড়ে নিহত ২

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালের পানিতে পড়ে দুইজন নিহত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2021, 05:33 AM
Updated : 10 Jan 2021, 05:33 AM

রোববার সকাল ৮টার দিকে জেলার পাটকেলঘাটা থানার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহা সেতুর কাছে এ দুর্ঘটনায় আরও ১৫ জন আহত হয়ে বলে জানিয়েছেন সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাতক্ষীরার উপ-সহকারী পরিচালক তারেক হাসান ভুইয়া।

নিহত রামপদ মন্ডল (৪৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের মাদার মন্ডলের ছেলে। তবে অপর নিহত যুবকের (৩৫) পারিচয় পাওয়া যায়নি।

১৫ জন আহতকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারেক হাসান জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী একটি যাত্রীবাহী বাস সকাল ৮টার দিকে জেলার পাটকেলঘাটা থানার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহা সেতুর কাছে অপর এক যাত্রীবাহী বাসকে পাশ কাটিয়ে আগে ওঠার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। এ সময় বাসটি সড়কের পাশে খালের পানিতে পড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।