খুলনায় ভৈরব-রূপসা পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে পরিকল্পনা

খুলনার ভৈরব ও রূপসা নদীর দুইপাড়ের অবৈধ দখল ‘উচ্ছেদ করবে’ বিআইডব্লিউটিএ।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2021, 03:47 AM
Updated : 10 Jan 2021, 03:47 AM

রোববার বিআইডব্লিউটিএ’র খুলনা বন্দর কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, গিলাতলা থেকে লবণচরা পর্যন্ত ভৈরব ও রূপসা নদীর দুইপাড়ে এক হাজার ২৭৪টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে।

এক শ্রেণির মানুষ প্রভাব খাটিয়ে নদীর পাড়ে বসতবাড়ি, গ্যাংওয়ে, ডক ইয়ার্ডসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এসব অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে।

উচ্ছেদের পর সাধারণ মানুষের চলাচলের জন্য নদীর দুইপাড়ে ওয়াকওয়ে এবং সবুজ বনায়ন করা হবে বলেও জানান এ বন্দর কর্মকর্তা।

খুলনার ডিসি মো. মোহাম্মদ হেলাল হোসেন বলেন, নদীরপাড় দখলকারীদের বিরুদ্ধে মামলা করে তাদের উচ্ছেদে দ্রুত ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে।