কুনতং অ্যাপারেলসের শ্রমিকরা আবার রাস্তায়

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের কুনতং অ্যাপারেলসের শ্রমিকরা আবার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2021, 01:42 PM
Updated : 9 Jan 2021, 01:42 PM

শনিবার সকালে ইপিজেডের সামনে এবং দুপুরে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।

পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপসহ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিলে শ্রমিকরা ফিরে যায় বলে জানান শিল্প পুলিশ ৪-এর পরিদর্শক বশির আহমেদ।

গত বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত এই কারখানার শ্রমিকরা একই দাবিতে নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাই সড়ক অবরোধ করেছিলেন।

পরিদর্শক বশির বলেন, “ওই কারখানায় ছয় হাজার শ্রমিক কাজ করেন। করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষ তাদের ৩০ শতাংশ ভাতা দিয়ে আসছে। প্রতি মাসের ৬ থেকে ৮ তারিখের মধ্যে দেয়।”

এ মাসে ১৮ জানুয়ারি ভাতা দেওয়ার ঘোষণা দিলে শ্রমিকরা রাস্তায় নামে বলে জানান শিল্প পুলিশ ৪-এর সুপার মো. সাখাওয়াত হোসেন।